নাটোরের কাঁচাগোল্লা
নাটোরের কাঁচাগোল্লা এক ঐতিহ্যবাহী পণ্য।
নাটোরের কাঁচাগোল্লা এক ঐতিহ্যবাহী পণ্য। যা ২৫০ বছর ধরে ঐতিহ্য বহন করে আসছে।
কাঁচাগোল্লা খেতে খুব সুস্বাদু । নাটোরের মানুষ মেহমান আপ্যায়ন করার জন্য কাঁচাগোল্লার প্রচুর ভূমিকা আসে। যা দিন দিন ক্রমাগত বেড়েই চলেছে।
কাঁচা গোল্লা তৈরি করতে যা লাগে
এটি তৈরি উপকরণসমূহ হচ্ছে: ছানা,মাওয়া. এলাচ গুড়া, চিনি।
কাঁচা গোল্লা প্রধানত দুই ধাপে তৈরি হয়ঃ
দুধ থেকে ছানা তৈরি
প্রথম ধাপে দুধ ও পানি একত্রে মিশে একটি কড়াইতে জাল দিতে হয়। মিশ্রণ ফুটতে থাকলে নাড়তে হয়। ৬ থেকে ৮ মিনিট পরে অল্প অল্প করে সিরকা মিশাতে হবে এবং নাড়তে হয়। দুধ জমাট বাঁধতে শুরু করলে ও যখন হালকা নরম হয় তখন সবুজ রঙের পানি আলাদা হবে তখন পাত্রটি নামাতে হয় । ছানার পানি ঝরানোর জন্য একটি ভালো কাপড় দিয়ে দুধগুলো বেঁধে ঝুলিয়ে রাখতে হবে। এরপর কাপড় পেঁচিয়ে চাপ প্রয়োগ করলেই পানি ঝরে গেলেই তৈরি হয়ে যায় মিহি ছানা।
ছানা থেকে কাঁচাগোল্লা তৈরি
দ্বিতীয় ধাপে ছানা ৩ ভাগে ভাগ করতে হয় প্রথমে দুই ভাগে একটি পাত্রে মাঝারি আচে জাল দিতে হয়।
শামীম ব্লগ এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।;
comment url