জলঢোড়া সাপ কামড়ালে কি হয় এবং যা করণীয়।

আমাদের বসবাসের আসেপাশে অনেক জঙ্গল থাকে। এসব জঙ্গলে অনেক ধরনের সাপ থাকে তার মধ্যে জল ঢোড়া সাপ অন্যতম। বিশেষত এই সাপ আমাদের চলাচলের সময় অনেক সম্মুখীন হয়ে থাকে। তবে ভয় পাওয়র কিছু নাই, এই সাপে বিষ নাই। তারপরেও আমাদের সাবধানে চলতে হবে। তোবে যেকোন সাপ কামড়েই প্রাথমিক চিকিৎসা ও পরিস্থিতি পর্যবেক্ষণ করা উচিত।

 ক্ষতস্থান পরিষ্কার করাঃ

 ক্ষতস্থান ভালোভাবে পানি এবং সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে, তারপর ক্ষতস্থান জীবাণুনাশক দিতে হবে।






ডাক্তারের পরামর্শ গ্রহনঃ

যদিও এই সাপের বিষ নাই তারপরেও ডাক্তারের পরামর্শ নিতে হবে, অনেক সময় ক্ষতস্থান ফুলে যেতে পারে আবার বমি বমি ভাব হতে পারে।

আতঙ্কিত না হয়াঃ

জলঢোড়া সাপের বিষ নাই তাই আতঙ্কিত এবং ভয় পাওয়ার দরকার নাই।


অঙ্গকে স্থির রাখাঃ

যদিও  জলঢোড়া সাপে বিষ নাই তবুও কামড় দিলে স্থির থাকা উচিত।

সাপে কামড় দিলে যা বর্জনীয়ঃ 

 ক্ষতস্থানে সুই ফোটানো বা ছুরি দিয়া কাটা ঠিক নয়।
জলঢোড়া সাপে বিষ নাই তাই বিষ বের করার চেষ্টা করা উচিত নয়।

অবশেষে বলতে পারি সাপের কামরের পর সঠিক সময় সঠিক পদক্ষেপ নিলে অনেক বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়।

 



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

শামীম ব্লগ এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।;

comment url